প্রিমো এন সিরিজ বরাবরই বড় ডিসপ্লের জন্য জনপ্রিয়, এই প্রিমো এন৫ স্মার্টফোনটিতেও পাবেন ৬.৮ ইঞ্চির বিশাল ডিসপ্লে! কেবল যে বিশাল ডিসপ্লে তা নয়! ফোনটিকে ব্যাকআপও দিবে ৫৫০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি। স্মার্টফোনটির রিয়ার প্যানেলে পেয়ে যাবেন ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ।
একনজরে নতুন প্রিমো এন৫ স্মার্টফোনটিঃ
- ফুল ৪জি কানেক্টিভিটি
- এন্ড্রয়েড ১১ সংস্করণ
- হেলিও জি২৫ চিপসেট (২ গিগাহার্জ অক্টা-কোর)
- হাইপার ইঞ্জিন প্রযুক্তি
- ৪ জিবি র্যাম, ৬৪ জিবি রম (২৫৬ জিবি পর্যন্ত অতিরিক্ত এসডি কার্ড সাপোর্ট)
- ৬.৮২ ইঞ্চি ডিসপ্লে
- ১৩+৫+২ মেগাপিক্সেল সেন্সর মিলে ট্রিপল ক্যামেরা সেটাপ
- ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
- ৫৫০০ এমএএইচ ব্যাটারি
স্মার্টফোনটি ফিচারের ইক দিয়ে যেমন অনবদ্য! তেমনই ডিজাইন এর দিক দিয়েও। স্মার্টফোনটির রিয়ার প্যানেলে পাবেন দারুন এক গ্লসি আউটলুক। প্রিমো এন৫ স্মার্টফোনটি বাজারে পাওয়া যাবে ৪ টি একের পর এক আকর্ষণীয় কালারে! আর এই কালারগুলো হচ্ছেঃ লাল, কালো, নীল এবং সবুজ; কোন কালারও কনটির চাইতে কম নয়! আপনার রুচির সাথে সেই কালারটি যায় সেটাই লুফে নিন, নিঃসন্দেহে!
ক্যামেরা লাভারদের জন্যেও এগিয়ে থাকবে প্রিমো এন৫ স্মার্টফোন। কেননা, স্মার্টফোনটির রিয়ার প্যানেলে পাবেন শক্তিশালী ট্রিপল ক্যামেরা সেটাপ, যার মেইন সেন্সর হিসেবে থাকছে একটি ১৩ মেগাপিক্সেল সনি সেন্সর এবং মেইন সেন্সরটির এপারচার এফ২.০। পাশাপাশি সেকেন্ডারি হিসেবে থাকছে একটি ৫ মেগাপিক্সেল ওয়াইড এঙ্গেল সেন্সর; ব্যাকগ্রাউন্ডকে ব্লার করার জন্য এতে থাকবে একটি ২ মেগাপিক্সেল পোর্টরেইট সেন্সর। পাশাপাশি যারা সেলফি তুলতে ভালবাসেন, তাদের জন্য ফ্রন্টে থাকছে ১৩ মেগাপিক্সেল সেলফি শুটার!
তো দারুন এই স্মার্টফোনটি বিশেষ অফারে ফুরিয়ে যাওয়ার আগেই লুফিয়ে নিন এখনই। আর স্মার্টফোনটির রিভিউ ভিডিও দেখে আসুন এই লিঙ্ক থেকে।