dailymagazine24
  • হোম
  • খবর
  • টেক লঞ্চ
  • ফুড
  • ফ্যাশন
  • ভ্রমণ
  • রাশিফল
  • লাইফস্টাইল
  • বিশেষ
No Result
View All Result
  • হোম
  • খবর
  • টেক লঞ্চ
  • ফুড
  • ফ্যাশন
  • ভ্রমণ
  • রাশিফল
  • লাইফস্টাইল
  • বিশেষ
No Result
View All Result
dailymagazine24
No Result
View All Result

সল্প মূল্যে স্মার্টফোন দিচ্ছে দেশীয় ব্রান্ড ওয়ালটন !

September 21, 2021
in Walton
সল্প মূল্যে স্মার্টফোন দিচ্ছে দেশীয় ব্রান্ড ওয়ালটন !
Share on FacebookShare on Twitter

দেশীয় ব্র্যান্ড হিসেবে ওয়ালটন স্মার্টফোনের দিক থেকে নিয়মিত ক্রেতা জনপ্রিয়তা অর্জন করে চলেছে। সাশ্রয়, চাহিদা এবং দারুন মানের মিল রেখে ওয়ালটন নিয়মিত বাজারে নানান মডেলের স্মার্টফোন এনেই চলেছে, যেগুলো বেশ ক্রেতা প্রশংসাও অর্জন করে নিতে সক্ষম হচ্ছে। ওয়ালটনের সেমি মিড বাজেটে যেমন ভালো ভালো ফোন রয়েছে, তেমনি একদম বাজেট গ্রাহকদের জন্যেও রয়েছে ওয়ালটনের দারুন দারুন কিছু ফোন। আজকে আমরা ওয়ালটনের এমন ৫টি বাজেট ফোন নিয়ে আলোচনা করব। এই ফোনগুলো হলঃ

  • প্রিমো ই১২
  • প্রিমো এফ১০
  • প্রিমো জিএইচ৯
  • প্রিমো জি৯
  • প্রিমো এইচ৯

Primo E12

প্লাস্টিক বডির দারুন এই ডিভাইসটি বাজারে পাওয়া যাবে তিনটি কালারে। এগুলো হচ্ছেঃ কালো, লাল এবং নীল। স্মার্টফোনটিতে পাবেন ৫ ইঞ্চির এফ-ডাব্লিউভিজিএ ডিসপ্লে প্যানেল। প্রিমো ই১২ ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে ১.৪ গিগাহার্জ ক্লকস্পীডের কোয়াড কোর প্রোসেসর। আর স্মার্টফোনটির সিস্টেমকে ব্যাকআপ দিবে ১ জিবি র্যাম। প্রিমো ই১২ ডিভাইসটিতে পাওয়া যাবে ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। যার মধ্যে ব্যবহারকারীরা ৪ জিবির মতন জায়গা ফাকা পাবেন। প্রিমো ই১২ এর রিভিউ লিংক।

এক নজরে প্রিমো ই১২ স্মার্টফোন:

  • ৪জি কানেক্টিভিটি
  • ৫ ইঞ্চি এফ-ডাব্লিউভিজিএ ডিসপ্লে
  • ১.৪ গিগাহার্জ কোয়াডকোর সিপিইউ
  • মালি টি-৮২০ জিপিইউ
  • ১ জিবি র্যাম, ৮ জিবি রম
  • ২০০০ এমএএইচ ব্যাটারি
  • ৪৯৯৯ টাকা

Primo F10

চিপ এন্ট্রি লেভেল বাজেট স্মার্টফোনের জন্য ওয়ালটনের এফ সিরিজ বরাবরই বেশ জনপ্রিয়। স্মার্টফোনটি বাজারে পাওয়া যাবে দারুন কিউট চারটি কালারে। আর এগুলো হলঃ নীল, সবুজ, কালো এবং সোনালি। অনলাইন ক্লাসের জন্য প্রিমো এফ১০ পারফেক্ট, কেননা এই স্মার্টফোনে আপনি পাচ্ছেন ৫.৯৯ ইঞ্চি বা ৬ ইঞ্চি ডিসপ্লে। ফোনটিকে ওয়ার্ক এফিসিয়েন্ট রাখছে একটি ১.৪ গিগাহার্জ বাজ-স্পিডের কোয়াড কোর প্রসেসর; যার সাথে বান্ডেল হিসেবে মিলবে মালি টি-৮২০ জিপিইউ। আগে চিপ ফোনগুলোতে ১ জিবি র‍্যামের সাথে ৮ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ পাওয়া যেত, তবে এই ফোনে আপনি পাবেন ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। মজার ব্যাপার হচ্ছে আপনি চাইলে ১২৮ জিবি পর্যন্ত অতিরিক্ত স্টোরেজ এক্সপান্ড করতে পারবেন, এসডি কার্ড ব্যবহার করে। সুতরাং যারা মুভি ফ্রিক আছেন তারা অফুরন্ত মুভি ডাউনলোড করে রাখতে পারবেন। প্রিমো এফ১০ এর রিভিউ লিংক।

একনজরে প্রিমো এফ১০ স্মার্টফোন:

  • ৪জি ভোএলটিই সাপোর্ট
  • অ্যান্ড্রয়েড ১০ গো সংস্করণ
  • ৩০০০ এমএএইচ ব্যাটারি
  • ১.৪ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর
  • ১ জিবি র‍্যাম, ১৬ জিবি রম
  • ৫.৯৯ ইঞ্চি আইপিএস ডিসপ্লে
  • ৮ মেগাপিক্সেল মেইন সেন্সর নিয়ে ডুয়াল ক্যামেরা সেটাপ
  • ফ্রন্টে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  • ৫৭৯৯ টাকা

Primo GH9

স্মার্টফোনটি সম্পূর্ণ প্ল্যাস্টিক বিল্টের হলেও এর রিয়ার প্যানেলের গ্লসি ফিনিস একে দূর থেকে একটু প্রিমিয়াম ভাব দিবে; আর কাছে থেকেও খারাপ বলার মোটেও কোন প্রশ্নই আসেনা! এই ডিভাইসটি বাজারে পাওয়া যাবে ৪ টি আকর্ষণীয় কালারে। এগুলো হল ব্ল্যাক, স্কাই ব্লু, অসিয়েন গ্রিন এবং ডিপ ব্লু। প্রিমো জিএইচ৯ এর সাথে পাচ্ছেন ৬.১ ইঞ্চি ইনসেল আইপিএস ডিসপ্লে প্যানেল। এই স্মার্টফোনটিতে আপনার দৈনন্দিন সকল কার্যকলাপ পরিচালনা করার জন্য সিস্টেম ব্যাকআপ হিসেবে পাবেন ৩ জিবি/২ জিবি র‍্যাম, আর ইন্টারনাল স্টোরেজ ৩২ জিবি/১৬ জিবি। প্রিমো জিএইচ৯ এর রিভিউ লিংক।

একনজরে প্রিমো জিএইচ৯:

  • ৩ জিবি/২ জিবি র‍্যাম
  • ৩২/১৬ জিবি জিবি রম
  • ৪জি কানেক্টিভিটি
  • হেলিও এ২০ চিপসেট
  • এন্ড্রয়েড ১০
  • ৬.১ ইঞ্চি ১৯ঃ৯ রেসিও সমৃদ্ধ ইনসেল আইপিএস ডিসপ্লে
  • ডুয়াল ক্যামেরা মডিউল
  • ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
  • ৩০০০ এমএএইচ ব্যাটারি
  • ৬৭৯৯ টাকা (২/১৬), ৭৭৯৯ টাকা (৩/৩২)

Primo G9

স্মার্টফোনের ক্ষেত্রে বর্তমান সময়ের জনপ্রিয় একটি বিষয় হচ্ছে গ্র্যাডিয়েন্ট কালার প্যাটার্ন। আর ৬৩৯৯ টাকা বাজেটে জি৯ স্মার্টফোনটিতেও ওয়ালটন ব্যাকগ্রাউন্ড গ্র্যাডিয়েন্ট কালার অফার করছে। এর ব্লু, পারপেল এবং রেড তিনটি মডেলই দেখতে অনেক সুন্দর এবং বাজেট হিসেবে প্রিমিয়াম দেখাবে। স্মার্টফোনটির ডিসপ্লের পাশ দিয়ে থাকবে দারুন রাউন্ড ফিনিস, আর সাইড দিক দিয়ে বেজেলও খুব মিনিমাম তেমন একটা বেশি নয়। ফোনটিতে পাওয়া যাবে ১৪৪০*৭২০ পিক্সেল এর ৫.৪৫ ইঞ্চি আইপিএস ডিসপ্লে। প্রিমো জি৯ ফোনটিতে থাকছে করটেক্স-এ৫৫ অক্টাকোর ১.৬ গিগাহার্জ প্রসেসর। এই দামে এর একটি ভালোদিক হচ্ছে, এর ২ জিবি র‍্যাম। ইন্টারনাল স্টোরেজ হিসেবে এতে পাওয়া যাবে ১৬ জিবি জায়গা, যার ভেতর ১১ জিবি এর মতন ফাঁকা পাওয়া যাবে। তাছাড়াও ডিভাইসটিতে ৬৪ জিবি পর্যন্ত এসডি কার্ড সাপোর্ট করবে। প্রিমো জি৯ এর রিভিউ লিংক।

একনজরে প্রিমো জি৯ স্মার্টফোন

  • অ্যান্ড্রয়েড ৯ পাই
  • ডুয়াল সিম ৪জি সাপোর্ট
  • ১.৬ গিগাহার্জ অক্টাকোর করটেক্স এ-৫৫ প্রসেসর
  • ২ জিবি র‍্যাম, ১৬ জিবি রম
  • ৫.৪৫ ইঞ্চি ডিসপ্লে
  • ৮ মেগাপিক্সেল ফ্রন্ট এবং রিয়ার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্যামেরা
  • ২৫০০ এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি
  • ফেস আনলক, অনলাইন থিম গ্যালারি
  • ৬০৯৯ টাকা

Primo H9

ওয়ালটনের এই ফোনটিতে থাকছে ডুয়াল রিয়ার ক্যামেরা, রিয়ার মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার, ৩ জিবি র‍্যাম ও ৩২ জিবি স্টোরেজ। স্মার্টফোনটিতে পাওয়া যাবে ১৯ঃ৯ রেশিও সমৃদ্ধ ৬.১ ইঞ্চি এইচডি+ আইপিএস ডিসপ্লে। সম্পূর্ণ ডিভাইসকে স্পিড দিবে ARM Cortex-A55 স্ট্রাকচারের ১.৬ গিগাহার্জ অক্টাকোর প্রোসেসর। সাথে থাকছে ডিডিআর৪ ‘’৩ জিবি র‍্যাম’’ এবং ৩২ জিবি রম। স্মার্টফোনটির ডেডিকেটেড এসডি কার্ড স্লটে আপনি ১২৮ জিবি পর্যন্ত এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। প্রিমো এইচ৯ এর রিভিউ লিংক।

এক নজরে প্রিমো এইচ৯

  • ১৯ঃ৯ রেশিও, ৬.১ ইঞ্চি ইউ-নচ সমৃদ্ধ ডিসপ্লে
  • ১.৬ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর
  • PowerVR Rouge GE8322 জিপিইউ
  • ৩ জিবি ডিডিআর৪ র‍্যাম এবং ৩২ জিবি রম, ১২৮ জিবি পর্যন্ত এসডি কার্ড সাপোর্ট
  • ১৩ মেগাপিক্সেল এবং ২ মেগাপিক্সেল সেন্সর নিয়ে ডুয়াল রিয়ার ক্যামেরা মডিউল
  • ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
  • ৩৫০০ এমএএইচ লিথিয়াম আয়ন ব্যাটারি
  • ৭৩৯৯ টাকা

আপনার বাজেট যদি কম হয়, তবে আপনি আজকের এই তালিকায় আলোচিত স্মার্টফোনগুলোর মধ্যে আপনার পছন্দেরটি কিনতে পারেন। সবগুলো স্মার্টফোনের সাথেই পাবেন ওয়ালটনের নিয়মিত ওয়ারেন্টিসহ বাকি সকল সুবিধা। স্মার্টফোনগুলো দেখতে কিংবা কিনতে ঘুরে আসতে পারেন, আপনার নিকটস্থ ওয়ালটন প্লাজা, ওয়ালটন স্মার্টজোন কিংবা যেকোনো রিটেইল স্টোরে।

Post Views: 32,681

সাম্প্রতিক

  • অ্যান্ড্রয়েডের ব্যাটারি চার্জিংয়ে নতুন তথ্য
  • দেশে উন্মোচিত হলো ই-সিম
  • হ্যাকিং দুনিয়ার আদ্যোপান্ত
  • স্নাপচ্যাটে ইউটিউব ভিডিও সরাসরি শেয়ার!
  • কনটেন্ট নির্মাতাদের উৎসাহিত করতে ‘সুপারলাইক’ ফিচার চালু করলো লাইকি
  • কী থাকছে অ্যান্ড্রয়েড ১৩ এই ভার্সনে?
  • ভার্চুয়াল মিউজিয়াম বাংলাদেশের উদ্বোধন হচ্ছে কাল
  • সাপোর্ট না করলে ইনস্টল করা যাবে না উইন্ডোজ ১১
  • ক্রিপ্টোমাইনিংয়ের বাজারে আসছে ইন্টেল
  • আইওএস ১৫.৪-এ আসছে নতুন ইমোজি
dailymagazine24

© 2020 dailymagazine24 - Do not reprint or republish without prior written permission.

Navigate Site

  • হোম
  • খবর
  • টেক লঞ্চ
  • ফুড
  • ফ্যাশন
  • ভ্রমণ
  • রাশিফল
  • লাইফস্টাইল
  • বিশেষ

Follow Us

No Result
View All Result
  • হোম
  • খবর
  • টেক লঞ্চ
  • ফুড
  • ফ্যাশন
  • ভ্রমণ
  • রাশিফল
  • লাইফস্টাইল
  • বিশেষ

© 2020 dailymagazine24 - Do not reprint or republish without prior written permission.