dailymagazine24
  • হোম
  • খবর
  • টেক লঞ্চ
  • ফুড
  • ফ্যাশন
  • ভ্রমণ
  • রাশিফল
  • লাইফস্টাইল
  • বিশেষ
No Result
View All Result
  • হোম
  • খবর
  • টেক লঞ্চ
  • ফুড
  • ফ্যাশন
  • ভ্রমণ
  • রাশিফল
  • লাইফস্টাইল
  • বিশেষ
No Result
View All Result
dailymagazine24
No Result
View All Result

Walton Primo RX9 Review: কোয়াড ক্যামেরা, হেলিও জি সিরিজ প্রসেসর, ৪ জিবি র‍্যাম, ফাস্ট চার্জিং

September 30, 2021
in Walton
Walton Primo RX9 Review: কোয়াড ক্যামেরা, হেলিও জি সিরিজ প্রসেসর, ৪ জিবি র‍্যাম, ফাস্ট চার্জিং
Share on FacebookShare on Twitter

বিদেশি ব্র্যান্ডের প্রতিযোগিতায় দেশের স্মার্টফোন বাজার যেখানে ভরপুর, ঠিক সেখানে সম্পূর্ণ দেশীয় ব্র্যান্ড হিসেবে ওয়ালটন স্মার্টফোনের দিক থেকে নিয়মিত ক্রেতা জনপ্রিয়তা অর্জন করে চলেছে। সাশ্রয় এবং চাহিদার বিচার করে ওয়ালটন নিয়মিত বাজারে নানান স্মার্টফোন এনেই চলেছে, যেগুলো বেশ ভালো পরিমানে ক্রেতা প্রশংসা অর্জন করে নিতে সক্ষম হচ্ছে।

ওয়ালটনের তেমনি একটি জনপ্রিয় সিরিজ হচ্ছে আরএক্স সিরিজ। ওয়ালটন তাদের আরএক্স সিরিজের মাধ্যমে শুরু থেকেই অনবদ্য সকল ফিচারস এবং দারুন আকর্ষণীয় ডিজাইনের স্মার্টফোন এনে চলেছে। সর্বশেষ আরএক্স৮ মিনির মাধ্যমে ওয়ালটন বাজারে একটি শক্ত অবস্থান ধরে বাজারে দারুন একজ লাইমলাইটে এসেছিল। আরএক্স সিরিজের দারুন সাফল্যের ধারাবাহিকতায় ওয়ালটন বাজারে আবার লঞ্চ করেছে আরএক্স সিরিজের নতুন একটি স্মার্টফোন প্রিমো আরএক্স৯। আর আজকেই এই লেখায় আমরা এই আরএক্স৯ স্মার্টফোনটি সম্পর্কে জানব বিস্তারিত।

একনজরে প্রিমো আরএক্স৯ স্মার্টফোন

  • এন্ড্রয়েড ভার্সন ১১
  • ১২ ন্যানোমিটার ফিনটেক প্রযুক্তির ২ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর
  • ৪ জিবি র‍্যাম, ১২৮ জিবি রম/ ইন্টার্নাল স্টোরেজ
  • ২৫৬ জিবি পর্যন্ত এক্সট্রা মেমরি কার্ড সাপোর্ট
  • পাঞ্চ-হোল ক্যামেরা বিশিষ্ট ৬.৫৫ ইঞ্চি LTPS ডিসপ্লে প্যানেল
  • ১৬+৫+২+২ মেগাপিক্সেল সেন্সর নিয়ে কোয়াড ক্যামেরা সেটাপ
  • ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  • ৫০০০ এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি
  • ১৮ ওয়াট ফাস্ট চার্জিং
  • ইউএসবি টাইপ-সি পোর্ট

বক্সে যা যা পাবেনঃ

  • ১৮ ওয়াট ফাস্ট চার্জিং এডাপ্টার
  • টাইপ সি কেবল
  • সিম ইজেক্টর
  • গ্লাস প্রটেক্টর
  • টিপিইউ কভার
  • ওয়ারেন্টি কার্ড

ডিজাইন

ডিজাইনের দিক দিয়ে যে ওয়ালটনের আরএক্স সিরিজের সুনাম বাজারে আছে, তার প্রমানই আবার দিচ্ছে নতুন প্রিমো আরএক্স৯ স্মার্টফোন। সবুজ এবং কালো দুটি কালার ভেরিয়েন্টে আসা স্মার্টফোনটি কোন কালারই একটি আরেকটির চাইতে কম নয়! দুইপাশেই গ্লাস দিয়ে নির্মিত এই ডিভাইসটি সম্পূর্ণ স্ক্র্যাচ রেজিস্টেন্ট। ফোনটির রিয়ার প্যানেলে আপনি দেখা পাবেন রাউন্ড সেপড ক্যামেরা বাম্পের। যেখানে ওয়ালটন স্থাপন করেছে এর শক্তিশালী কোয়াড ক্যামেরা মডিউল।

ডিসপ্লে

প্রিমো আরএক্স৯ ডিভাইসটিতে ডিসপ্লের দিক দিয়েও কোন কার্পণ্য লক্ষ্য করা যায়নি। রীতিমতো একটি ভালো মানের বিগ ডিসপ্লের দেখা পেয়ে যাবেন ক্রেতারা। স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে লো-টেম্পারেচার পলি-সিলিকন তথা এলটিপিএস ডিসপ্লে প্যানেল। সাধারন আইপিএস এলসিডি ডিসপ্লে এর চাইতে এই এলটিপিএস ডিসপ্লের একক ক্রিস্টাল ইলেকট্রন গুলোর মুভমেন্ট অনেক বেশি ফাস্ট! যার দরুন এলটিপিএস ডিসপ্লেতে রেজুলেসন এবং ভিউইং এঙ্গেল দুটোই পাওয়া যায় বেশি। আর ডিসপ্লে সিলিকন ক্রিস্টালগুলোর মুভমেন্ট তুলনামুলক ফাস্ট হবার কারনে এসব ডিসপ্লেতে রিফ্রেশ রেট’ও পাওয়া যায় অনেক বেশি।

স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে ৬.৫৫ ইঞ্চি ডিসপ্লে, যার এস্পেক্ট রেসিও ২০ঃ৯। স্মার্টফোনটির ডিসপ্লের রেজুলেশন ১৬০০*৭২০ পিক্সেল। এলটিপিএস ডিসপ্লে হবার কারনে এটি অন্যান্য সাধারন আইপিএস ডিসপ্লেএর চাইতে ২০ শতাংশ বেশি ব্যাটারি সাশ্রয়ী!

ইউজার ইন্টারফেস

প্রিমো আরএক্স৯ ডিভাইসটিতে পাওয়া যাবে এন্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম সম্বলিত ওয়ালটনের কাস্টম ইউআই। এতে ওয়ালটনের বিল্টইন নামাজ রিমাইন্ডার অ্যাপ এর পাশাপাশি, স্ক্রিন রেকর্ডিং, নোটিফিকেশনে কনভারসেশন ইত্যাদি সুবিধা পাবেন। পাশাপাশি এই ইউআই টি কাস্টমাইজেবল; যার ফলে ব্যবহারকারিরা পছন্দমত থিম ব্যবহার করতে পারবেন।

হার্ডওয়্যার

স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক এর হাইপারইঞ্জিন প্রযুক্তিতে প্রস্তুতকৃত হেলিও জি সিরিজের গেমিং চিপসেট। আরএক্স৯ এ ব্যবহার করা হয়েছে হেলিও জি সিরিজের একটি ২ গিগাহার্জ বাজস্পিডের অক্টাকোর প্রসেসর! আর স্মার্টফোনটিতে সিপিইউ এর গ্রাফিক্স অংশ হিসেবে থাকছে ‘আইএমজি পাওয়ারভিআর জিই৮৩২০’ জিপিইউ।

স্মার্টফোনটিকে সিস্টেম ব্যকআপ দিবে এতে থাকা ৪ জিবি র‍্যাম। তবে ব্যবহারকারিদের আরএক্স৯ এর স্টোরেজ নিয়ে চিন্তা করতে হবেনা; কেননা আরএক্স৯ ডিভাইসটিতে বিল্টইন হিসেবে পাওয়া যাবে ১২৮ জিবি স্টোরেজ। আর তার থেকেও বেশি যদি লাগে তবে এক্সট্রা মেমরিকার্ড লাগিয়ে ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ এক্সটেন্ড করা যাবে। সম্পূর্ণ ডিভাইসকে পাওয়ারআপ করবে একটি ৫০০০ এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি।

গিকবেঞ্চে স্মার্টফোনটির স্কোর এসেছে সিঙ্গেল কোরে ১৫১ এবং মাল্টি কোরে ৮২৭।  এর এন্টুটু বেঞ্চমার্ক স্কোর এসেছে ৯৯৩১০। প্রিমো আরএক্স৯ স্মার্টফোনটি ১০ ফিঙ্গার পর্যন্ত মাল্টিটাচ সাপোর্টেড।

ক্যামেরা

স্মার্টফোনটির অন্যতম চমক হচ্ছে এর ক্যামেরা সেকশনে। আরএক্স৯ এর রিয়ার প্যানেলে দেখা যাবে কোয়াড তথা ৪ টি ক্যামেরা বিশিষ্ট একটি শক্তিশালী সেটাপ। স্মার্টফোনটির মেইন শুটার হচ্ছে একটি ১৬ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর, ওয়াইড এঙ্গেলের থাকছে ৫ মেগাপিক্সেল সেন্সর; ফোনটি দিয়ে ম্যাক্রো ফটোগ্রাফি সম্ভব করার জন্য এই সেটাপে থাকছে একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর আর পরিশেষে ডেপ্টথ সেন্সিং এর জন্য ২ মেগাপিক্সেল সেন্সর তো থাকছেই!

সব মিলিয়ে ক্যামেরা নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই করার জন্য ওয়ালটন আরএক্স৯’কে প্রস্তুত করেছে। ফোনটির মেইন ১৬ মেগাপিক্সেল সেন্সরের এপার্চার হচ্ছে এফ২.০। ৫ মেগাপিক্সেল ওয়াইড এঙ্গেল সেন্সর থাকার ফলে, খুব অনায়াসে স্মার্টফোনটি ব্যবহার করে দারুন সব প্যানারমিক শট নিতে পারবেন, আর যাদের ম্যাক্রো ফটোগ্রাফি পছন্দের তাদের জন্যেও প্লাস পয়েন্ট হিসেবে ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর থাকছে।

ওয়ালটন দ্বিতীয় চমক এনেছে স্মার্ট ফোনটির ফ্রন্ট ক্যামেরায়; আরএক্স৯ স্মার্টফোনটির ফ্রন্ট প্যানেলে দেখা মিলবে একটি ২০ মেগাপিক্সেল সেন্সর। ফ্রন্টে ছোট্ট কিউট একটি পাঞ্চ হোলের ভেতর এই ২০ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সরের অবস্থান। সর্বোপরি, ভ্লগার কিংবা সেলফি লাভারদের জন্য এই ফ্রন্ট ক্যামেরা দারুন কাজে দিবে। আর ২০ মেগাপিক্সেল সেন্সর থাকার ফলে স্মার্টফোনটির ফেস আইডি সিকিউরিটি সুবিধাটি বেশ ভালই কাজে দিবে।

পরিশেষে

ওয়ালটনের অন্যসকল ফোনের মতই এই ফোনটিতেও পাবেন নিয়মিত ওয়ায়েন্টি সুবিধা। 

এই ছিল প্রিমো আরএক্স৯ স্মার্টফোন নিয়ে আজকের আলোচনা! আর স্মার্টফোনটিতে ব্যবহার ব্যবহার করা হয়েছে ইউএসবি টাইপ-সি পোর্ট; পাশাপাশি ফোনটি ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। মূলত এটি ওয়ালটনের ফিচাররিচ সিরিজ আরএক্স এর একদম নতুন সংযোজন। ওয়ালটন ১৬৯৯৯ টাকায় এই স্মার্টফোনটিতে অনেক বেশি ফোকাস করেছে ক্যামেরা, ডিসপ্লে এবং দারুন ডিজাইনে! আপনি যদি এই বাজেটে একটি প্রিমিয়াম লুকিং, স্টোরেজ এবং ভালো ক্যামেরা কোয়ালিটিকে ফোকাস করে থাকেন তবে প্রিমো আরএক্স৯ এর দিকে যেতে পারেন। স্মার্টফোনটিকে বাস্তবে অভিজ্ঞতায় নিতে চলে যেতে পারেন, আপনার পাশের যেকোনো ওয়ালটন স্মার্টজোনে।

Post Views: 16,552

সাম্প্রতিক

  • অ্যান্ড্রয়েডের ব্যাটারি চার্জিংয়ে নতুন তথ্য
  • দেশে উন্মোচিত হলো ই-সিম
  • হ্যাকিং দুনিয়ার আদ্যোপান্ত
  • স্নাপচ্যাটে ইউটিউব ভিডিও সরাসরি শেয়ার!
  • কনটেন্ট নির্মাতাদের উৎসাহিত করতে ‘সুপারলাইক’ ফিচার চালু করলো লাইকি
  • কী থাকছে অ্যান্ড্রয়েড ১৩ এই ভার্সনে?
  • ভার্চুয়াল মিউজিয়াম বাংলাদেশের উদ্বোধন হচ্ছে কাল
  • সাপোর্ট না করলে ইনস্টল করা যাবে না উইন্ডোজ ১১
  • ক্রিপ্টোমাইনিংয়ের বাজারে আসছে ইন্টেল
  • আইওএস ১৫.৪-এ আসছে নতুন ইমোজি
dailymagazine24

© 2020 dailymagazine24 - Do not reprint or republish without prior written permission.

Navigate Site

  • হোম
  • খবর
  • টেক লঞ্চ
  • ফুড
  • ফ্যাশন
  • ভ্রমণ
  • রাশিফল
  • লাইফস্টাইল
  • বিশেষ

Follow Us

No Result
View All Result
  • হোম
  • খবর
  • টেক লঞ্চ
  • ফুড
  • ফ্যাশন
  • ভ্রমণ
  • রাশিফল
  • লাইফস্টাইল
  • বিশেষ

© 2020 dailymagazine24 - Do not reprint or republish without prior written permission.