নারকেলের পুষ্টিতে ভরা চারটি পদ। পানীয় সমেত। উৎসবের আপ্যায়নে
উপকরণ: ডাব নারকেল লেই ২টি, দুধ ১ কাপ, ডাব নারকেল পানি ১টি, চিনি ২ টেবিল চামচ, বরফকুচি পরিমাণমতো (পরিবেশনের জন্য)।
প্রণালি: দুধ জ্বাল করে ফ্রিজে রেখে ঠান্ডা করে রাখুন। একটি ব্লেন্ডারে দুধ, নারকেলের পানি, নারকেলের লেই ও চিনি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। এবার গ্লাসে ঢেলে বরফকুচি দিয়ে পরিবেশন করুন।