dailymagazine24
  • হোম
  • খবর
  • টেক লঞ্চ
  • ফুড
  • ফ্যাশন
  • ভ্রমণ
  • রাশিফল
  • লাইফস্টাইল
  • বিশেষ
No Result
View All Result
  • হোম
  • খবর
  • টেক লঞ্চ
  • ফুড
  • ফ্যাশন
  • ভ্রমণ
  • রাশিফল
  • লাইফস্টাইল
  • বিশেষ
No Result
View All Result
dailymagazine24
No Result
View All Result

এলো রিয়েলমি সি সিরিজের ৪৮ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা স্মার্টফোন

April 30, 2021
in ফ্যাশন
Share on FacebookShare on Twitter

তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাজারে নিয়ে এসেছে টিইউভি রাইনল্যান্ডের উচ্চ মানদণ্ড সার্টিফিকেশন সম্পন্ন সি২৫ স্মার্টফোন। গুণগত মানের স্বীকৃতি ছাড়াও, সি২৫ এর রয়েছে ব্যবহারকারীদের মুগ্ধ করার মতো অসাধারণ কিছু ফিচার।

সবদিক থেকেই আপগ্রেডেড রিয়েলমি সি২৫ এ কী কী রয়েছে জেনে নেওয়া যাক- টিইউভি রাইনল্যান্ড কোয়ালিটি সার্টিফিকেশন পাওয়া প্রথম ফোনগুলোর একটি রিয়েলমি সি২৫ এর গুণগত মানের প্রশ্নে নিঃসন্দেহে বলা যেতে পারে যে, গুণগত মান নিয়ন্ত্রণের সকল নীতি অনুসরণ করে এই ফোনটি তৈরি করা হয়েছে। রিয়েলমি সি২৫ টিইউভি রাইনল্যান্ড কোয়ালিটি সার্টিফিকেশন পাওয়া প্রথম স্মার্টফোনগুলোর একটি।

দীর্ঘ আট মাসব্যাপী গবেষণা এবং পরীক্ষার পরে, টিইউভি রাইনল্যান্ড এবং রিয়েলমি যৌথভাবে টিইউভি রাইনল্যান্ড স্মার্টফোন হাই রিলায়াবিলিটি সার্টিফিকেশন তৈরি করেছে, যা বিশ্বের উল্লেখযোগ্য বাজারগুলোর জন্য শীর্ষস্থানীয় মান নির্ধারক হিসেবে কাজ করছে। টিইউভি রাইনল্যান্ড স্মার্টফোন হাই রিলায়াবিলিটি সার্টিফিকেশনের প্রক্রিয়ায় ২৩টি প্রধান পরীক্ষা অন্তর্ভুক্ত। এর মধ্যে রয়েছে ড্রপ, ওয়্যার এবং টিয়ারের মতো ১০টি দৈনিক ব্যবহারের পরিস্থিতি সংক্রান্ত পরীক্ষা; বিরূপ পরিবেশ সংশ্লিষ্ট ৭টি পরীক্ষা, যার মধ্যে আছে তাপমাত্রা, চরম আর্দ্রতা, ভোল্টেজ ওঠানামা, বাটনের আয়ুষ্কাল, স্থির বিদ্যুৎ ও বায়ুচাপ।

এছাড়া, আরও রয়েছে ৬টি উপাদান নির্ভরযোগ্যতা সংশ্লিষ্ট পরীক্ষা। এই পরীক্ষাগুলোর বেশ কিছু শর্তাবলী প্রথম তিন বছরের পণ্যের জীবনচক্রের ওপর ভিত্তি করে তৈরি। রিয়েলমি সি২৫ সাফল্যের সঙ্গে এই পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হয়েছে। এর মানে রিয়েলমি সি২৫ কেনার পর ৩ বছর বা তারও বেশি সময় গুণগত মান, সহনশীলতা এবং দীর্ঘস্থায়ীত্বের দিক দিয়ে শতভাগ পারফরমেন্স বজায় রাখবে।


৪৮ মেগাপিক্সেল এআই ট্রিপল ক্যামেরা রিয়েলমি সি২৫ স্মার্টফোনটিতে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা। এটি রিয়েলমি সি সিরিজের প্রথম স্মার্টফোন যাতে ৪৮ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা রয়েছে। এফ/১.৮ এর বিশাল অ্যাপারচার থাকায়, এর ক্যামেরার মাধ্যমে ঝকঝকে ও উজ্জ্বল ছবি তোলা যাবে। এর ম্যাক্রো লেন্সের মাধ্যমে ব্যবহারকারীরা নিখুঁত ম্যাক্রো ফটোগ্রাফি করতে পারবেন।

শৈল্পিক ইফেক্টে পোর্ট্রেট তুলতে স্মার্টফোনটিতে রয়েছে বিঅ্যান্ডডব্লিউ লেন্স। ডিভাইসটির সামনে রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এআই বিউটিফিকেশন, এইচডিআর এবং পোর্ট্রেট মোডের মতো ফিচারের মাধ্যমে সেলফিপ্রেমীরা অসাধারণ ছবি তুলতে পারবেন এ স্মার্টফোনে।

মিডিয়াটেক হেলিও জি৭০ প্রসেসরযুক্ত দুর্দান্ত পারফর্মার রিয়েলমি সি২৫ এ ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৭০ প্রসেসর এবং কর্টেক্স এ৭৫ স্ট্রাকচার, যার ফলে ডিভাইসটি দুর্দান্ত গতির পারফরমেন্স দিবে।

রিয়েলমি সি২৫ তরুণ ব্যবহারকারীদের জন্য সেরা স্মার্টফোন হবে, কেননা স্মার্টফোনটিতে তাদের প্রিয় গেমগুলোর পাশাপাশি ভারী অ্যাপগুলো অনায়াসে ব্যবহার করা যাবে। ৬০০০ এমএএইচ ব্যাটারি সাথে ১৮ ওয়াটের কুইক চার্জার এছাড়াও, রিয়েলমি সি২৫ এ রয়েছে ৬০০০ মিলি অ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি। এই বিশাল ব্যাটারির ফলে ব্যবহারকারীরা ফোনটি বিরামহীনভাবে ব্যবহার করতে পারবেন। রিয়েলমি ল্যাবে করা এক পরীক্ষা অনুসারে, রিয়েলমি সি২৫ ৪৭ দিন স্ট্যান্ডবাই মোডে থাকতে পারে। পাশাপাশি এতে রয়েছে ১৮ ওয়াটের টাইপ সি কুইক চার্জার।

রিয়েলমি ইউআই ২.০ সাথে ৬.৫ ইঞ্চি বিশাল ডিসপ্লে রিয়েলমি সি২৫ এর ওজন মাত্র ২০৯ গ্রাম এবং এতে রয়েছে ৬.৫ ইঞ্চির স্ক্রিন। এই বিশাল স্ক্রিনের মাধ্যমে গেম, অডিও এবং ভিডিও দেখার ক্ষেত্রে পাওয়া যাবে সেরা মানের অভিজ্ঞতা। এই ফোনটিতে রয়েছে জ্যামিতিক আর্ট ডিজাইন– ব্যাক কাভারে ৪৫০ এর অধিক কার্ভ রয়েছে। এই প্রযুক্তি রিয়েলমি সি২৫-কে আকর্ষণীয় হ্যান্ডসেটে পরিণত করেছে।

এই স্মার্টফোনটি রিয়েলমি ইউআই ২.০ এর ভিত্তিতে ডিজাইন করা হয়েছে, যার মানে ব্যবহারকারীরা ১০০টিরও বেশি কাস্টমাইজ করার অভিজ্ঞতা লাভের সুযোগ পাবেন এবং তাদের পছন্দমত বিভিন্ন ফিচার কাস্টমাইজ করতে পারবেন। আপগ্রেডকৃত আইকন কাস্টমাইজেশন, থিমের রঙ, স্বস্তিদায়ক ডার্ক মোড, ডিপ সি প্রাইভেসি প্ল্যান ইত্যাদি রিয়েলমি সি২৫ এর দুর্দান্ত কিছু ফিচার।

এসব ছাড়াও, রিয়েলমি সি২৫ স্মার্টফোনটিতে রয়েছে লকিং ও হাইডিং অ্যাপ, ডুয়াল মোড মিউজিক শেয়ার এবং প্রাথমিক অপ্টিমাইজেশনের মতো উল্লেখযোগ্য কিছু ফিচার। এতে আরও আছে বিল্ট-ইন রিয়েলমি লিংক অ্যাপ, যার মাধ্যমে আপনার ফোনটিকে রিয়েলমি’র এআইওটি ইকোসিস্টেমে আরও ভালোভাবে সংযুক্ত করতে পারবেন এবং এআইওটি ডিভাইসসমূহ নিয়ন্ত্রণ করতে পারবেন।

এতে রয়েছে নতুন ‘স্লিপ ক্যাপসুল’ ফিচার। স্লিপ ক্যাপসুল চালু করার মাধ্যমে ব্যবহারকারীরা পূর্বনির্ধারিত সময় অনুযায়ী ফোন লক রেখে আরামে ঘুমাতে পারবেন। রিয়েলমি সি২৫ ওয়াটার গ্রে ও ওয়াটার ব্লু এই দুইটি ভিন্ন রঙে পাওয়া যাচ্ছে। রিয়েলমি সি ২৫ এর ৪জিবি+৬৪জিবি এর দাম মাত্র ১৩,৯৯০ টাকা এবং ৪জিবি+১২৮জিবি ভ্যারিয়েন্টের দাম মাত্র ১৪,৯৯০ টাকা।

Post Views: 111

সাম্প্রতিক

  • অ্যান্ড্রয়েডের ব্যাটারি চার্জিংয়ে নতুন তথ্য
  • দেশে উন্মোচিত হলো ই-সিম
  • হ্যাকিং দুনিয়ার আদ্যোপান্ত
  • স্নাপচ্যাটে ইউটিউব ভিডিও সরাসরি শেয়ার!
  • কনটেন্ট নির্মাতাদের উৎসাহিত করতে ‘সুপারলাইক’ ফিচার চালু করলো লাইকি
  • কী থাকছে অ্যান্ড্রয়েড ১৩ এই ভার্সনে?
  • ভার্চুয়াল মিউজিয়াম বাংলাদেশের উদ্বোধন হচ্ছে কাল
  • সাপোর্ট না করলে ইনস্টল করা যাবে না উইন্ডোজ ১১
  • ক্রিপ্টোমাইনিংয়ের বাজারে আসছে ইন্টেল
  • আইওএস ১৫.৪-এ আসছে নতুন ইমোজি
dailymagazine24

© 2020 dailymagazine24 - Do not reprint or republish without prior written permission.

Navigate Site

  • হোম
  • খবর
  • টেক লঞ্চ
  • ফুড
  • ফ্যাশন
  • ভ্রমণ
  • রাশিফল
  • লাইফস্টাইল
  • বিশেষ

Follow Us

No Result
View All Result
  • হোম
  • খবর
  • টেক লঞ্চ
  • ফুড
  • ফ্যাশন
  • ভ্রমণ
  • রাশিফল
  • লাইফস্টাইল
  • বিশেষ

© 2020 dailymagazine24 - Do not reprint or republish without prior written permission.