বার্তা আদান-প্রদানকে সুরক্ষিত রাখতে এন্ড টু এন্ড এনক্রিপশন সেবা বিশেষায়িত মোবাইল অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপ শুরু থেকেই কাজ করে যাচ্ছে। এবার সেই পরিধি চ্যাটিং থেকে বাড়িয়ে ব্যাকআপ পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে।
এমনটাই জানা গেছে মার্কিন তথ্যপ্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটে প্রকাশিত এক প্রতিবেদনে। প্রতিবেদনে বলা হয়, হোয়াটসঅ্যাপের চ্যাট ব্যাকআপেও এন্ড টু এন্ড এনক্রিপশন সিস্টেম ব্যবহার করা হবে। এতে করে করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা বলা আরও সুরক্ষিত হবে।
হোয়াটসঅ্যাপের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, একটি ইউনিক র্যান্ডমলি জেনারেটেড কি বা চাবির মাধ্যমে এনক্রিপটেড থাকবে চ্যাট ব্যাকআপ। প্রয়োজনে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী ম্যানুয়ালিও কি দিতে পারেন বা পাসওয়ার্ডের মাধ্যমে চ্যাটকে সুরক্ষিত রাখতে পারেন। অ্যাপের সেটিংসে গিয়েই চ্যাট ব্যাকআপের কি অথবা পাসওয়ার্ড সেট করা যাবে।